স্টাফ রিপোর্টার :
গোলাপগঞ্জে একটি হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। পাশাপাশি দন্ডপ্রাপ্তদেরকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেয়া হয়। গতকাল সোমবার বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো: ইব্রাহিম মিয়া এ রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে, গোলাপগঞ্জ থানার নোয়াই গ্রামের মৃত মতছির আলীর পুত্র সরফ উদ্দিন (৪০) ও একই থানার রায়গড় গ্রামের ছানোহর আলীর পুত্র লায়েক আহমদ (২৮)। বর্তমানে তারা ২ জন পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তের নাম, জসীম উদ্দিন উরফে জসীম আহমদ (৪০)। তিনি গোলাপগঞ্জ থানার উত্তর ধারাবহর গ্রামের মৃত হিরা মিয়ার পুত্র।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১ মার্চ দিবাগত রাত ৮ টার মধ্যে যেকোন সময় এজাহারকারীর বসত ঘরে প্রবেশ করে বিষাক্ত দ্রব্য দ্বারা এজাহারকারীসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের অচেতন করে ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন চুরি করে নিয়ে যায় এবং বিষাক্তদ্রব্য ব্যবহারের ফলে এজাহারকারিনীর স্বামী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-জিআর ৩৭/২০১৭।
দীর্ঘ তদন্ত শেষে একই বছরে গোলাপগঞ্জ থানা পুলিশ ৩ জনকে অভিযুক্ত করে আদালতে এ মমালার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে আদালত এ মামলার বিচারকার্য্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ২৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত উল্লেখিত আসামী সরফ উদ্দিন ও লায়েক আহমদকে ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদেরকে উক্ত দন্ডাদেশ প্রদান করেন। আর অপর আসামী জসীম উদ্দিন উরফে জসীম আহমদের বিরুদ্ধে আদালতে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত এ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট জসিম উদ্দিন মামলাটি পরিচালনা করেন।