স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিজ অফিসেই খুন হয়েছেন এনজিও আশা এর ম্যানেজার আবুল কাশেম (৪৮)। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে আশা অফিসের ফেঞ্চুগঞ্জ পুরানবাজার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কাশেম যখন অফিসে কাজ করছিলেন তখন অফিসের অন্যান্য সহকর্মীরা মাঠে কর্মরত ছিলেন। এ সময় অফিসের পিয়ন ফজল তাকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর পরই অভিযুক্ত পিয়ন ফজল পালিয়ে যান।
আবুল কাশেমের স্ত্রী জানান, তিনি তার স্বামী ও ফজলের উচ্চস্বরে কথা কাটাকাটি শুনে অফিসে এসে দেখেন আবুল কাশেম রক্তাক্ত হয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, নিহতের লাশ তার অফিস কক্ষেই আছে। ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়েত হোসেন ঘটনাস্থলে পৌছেছেন। তিনি জানান, পিবিআই-এর একটি দল ঘটনাস্থলে আসছে। তাদের তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, অজ্ঞাত কারণে বাবুর্চি কাম পিয়ন ফজল মিয়া (৩৬) দা দিয়ে আবুল কাশেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারী ফজল জকিগঞ্জ উপজেলার পীরের চক এলাকার শরীফ উদ্দিনের পুত্র। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।