টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউপির সাবেক সদস্য আব্দুল কাদিরে অবস্থার উন্নতি হয়নি। তার মাথা ও হাতসহ শরীরে বিভিন্ন অঙ্গে আঘাত রয়েছে। টঙ্গির একটি হাসপাতাল থেকে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন স্বজনরা। আহত আব্দুল কাদির খাজাঞ্চির মির্জার গাঁওয়ের বাসিন্দা।
গত শনিবার টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল মন্ডল নামের এক মুসল্লি নিহত ও দুই শতাধিক আহত হন। আহতদের মধ্যে ছিলেন আব্দুল কাদির। তিনি সংঘর্ষ থামাতে গিয়ে মাওলানা জুবায়ের পক্ষের ছাত্রদের হামলার শিকার হন বলে জানিয়েছেন আব্দুল কাদিরের সহকর্মী মাস্টার ওয়াইছ মিয়া। তিনি জানান, তাকে গুরুতর অবস্থায় প্রথমে টঙ্গির ইস্টওয়েস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নিয়ে আসা হয়েছে। তার একহাত ভেঙ্গে গেছে। মাথার আঘাতও গুরুতর। হাসপাতালের নিউরোলজী বিভাগের ডা. রুম্মান করিম জানিয়েছেন, আব্দুল কাদিরের মাথায় আঘাত রয়েছে। অবস্থার উন্নতি হতে সময় লাগবে। বিজ্ঞপ্তি