কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেছেন, শিক্ষা সুযোগ নয়, অধিকার। এ অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রিচিং অল চিলড্রেন ইন এডুকেশন তথা অভিযাত্রা প্রকল্পটি ঝরে পড়া রোধ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নীতি নৈতিকথায় সমৃদ্ধকরণকল্পে দেশের সুনাগরিক হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখছে। প্রকল্পটির কার্যক্রম অব্যাহত রাখা ও সম্প্রসারণের জন্য স্থানীয় জনগণের জোর সুপারিশ বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। এ প্রকল্পের আওতায় সারাদেশের ১৭টি সংগঠন কাজ করছে। সুশাসন নিশ্চিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে। তিনি মঙ্গলবার সন্ধ্যায় হীড বাংলাদেশ এর সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান ও পিকেএসএফ’র সহযোগিতায় অভিযাত্রা প্রকল্প এর অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আবদাল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, হীড বাংলাদেশ সমৃদ্ধি প্রকল্পের কো-অর্ডিনেটর মো: আমিনুল হক। আলোচনায় অংশ নেন গণস্বাক্ষরতা প্রকল্পের পরিচালক তাসনিম আতহার, সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক নাছরিনা চৌধুরী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁঞা, সাংবাদিক শাব্বির এলাহী, শিক্ষানুরাগী হাজী জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন বাবু, নারীনেত্রী সৌদামিনী শর্ম্মা, এশিয়ান এইজ প্রতিনিধি মোনায়েম খান, প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, আনোয়ারা বেগম মুন্নী, অভিভাবক আব্দুল হান্নান প্রমুখ।