জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর শহরের প্রাণকেন্দ্র পৌর পয়েন্টে অবস্থিত হাই সিকিউরিটিকে ফাকি দিয়ে মোবাইল মার্কেটে অভিনব চুরির ঘটনা ঘটেছে। বাজারের নৈশ প্রহরী, মোবাইল মার্কেটের নিজস্ব নৈশ প্রহরী ও পাশে থাকা ব্যাংকের নৈশ প্রহরী ও অসংখ্য সিসি ক্যামেরাকে ফাকি দিয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় বাজারের সকল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১৮ ফেব্রæয়ারি মঙ্গলবার সকাল ৮ টার দিকে মুখে মাস্ক পরিহিত কয়েকজন ব্যক্তি চুরির ঘটনা ঘটায়। তাদের মধ্যে একজনের মুখে মাস্ক ছিল না। এখন তার পরিচিতি নিশ্চিত হলে বাকিদের পরিচয় পাওয়া যাবে। চোরদলের মধ্যে মাস্কপড়া একজন চাদর বা কম্বল জাতীয় কিছু গায়ে জড়িয়ে আগলে রাখে ও আরো ২ জন দোকানের তালা ভাঙে। পরে ঘরে ঢুকে দামী নতুন ও পুরাতন মোবাইল সেট সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এভাবে এক এক করে মার্কেটের ব্যবসায়ী কামরান আহমদের রাফি-১ টেলিকম, রাফি-২ টেলিকম ও সুহেল মিয়ার এসএ টেলিকম সহ ৩টি দোকানে চুরির ঘটনা ঘটে। যা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। মোবাইল মার্কেটের আরেক ব্যবসায়ী শেখ আলী আহমদ বলেন, এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আমরা হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছি। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভ‚ইয়া জানান, চুরির ঘটনায় তদন্ত চলছে।