স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের মধ্যে দুইজন তরুণী ও দুইজন তরুণ। আটককৃতরা হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করছিল বলে জানিয়েছেন মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যাত্রীসেবা হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মুরাদপুর গ্রামের আলমগীর মিয়া (৩১), একই থানার রহমতপুর গ্রামের আজিজুল মিয়া (২৫) এবং হালিমা আক্তার (২০) ও ইয়াছমিন (২৫)।