জগন্নাথপুরে কম দামে টিসিবি পণ্য পেয়ে মানুষের মুখে হাসি

10

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে কমদামে সরকারি টিসিবি পণ্য পেয়ে গরীব মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। ভর্তুকি দিয়ে কমদামে পণ্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগী নারী-পুরুষ জনতা।
২২ মার্চ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা টিসিবি ডিলারমেসার্স পলাশ ট্রেডার্সের মালিক ধনেশ চন্দ্র রায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৫০০ জন কার্ডধারীদের মধ্যে স্থানীয় জগদিশপুর মাদ্রাসা প্রাঙ্গণে দিন ব্যাপী সরকারি টিসিবি পণ্য বিক্রি করেন। এতে জনপ্রতি ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সোয়াবিন বিক্রি করা হয়েছে। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬৫ টাকা ও প্রতি লিটার সোয়াবিন ১১০ টাকা দরে বিক্রি হয়। যা হাট-বাজারে প্রতি কেজি চিনি ৮০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ১০০ টাকা ও প্রতি লিটার সোয়াবিন ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাই কম দামে সরকারি টিসিবি পণ্য কিনতে সকাল থেকে নারী-পুরুষ জনতা দীর্ঘ লাইন দিয়ে সমবেত হন।
এ সময় টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্সের মালিক ধনেশ চন্দ্র রায়, জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া, কলকলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হাসিম, ইউপি সচিব শচিকান্ত তালুকদার, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হুদা, ইউপি সদস্য কামরুজ্জামান, আজিজুল ইসলাম, মাহবুবুল হাসান মোহন, সমাজসেবক ফখরুল হোসেন, কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি দিলোয়ার হোসেন দুলা সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে উপজেলার শিবগঞ্জ বাজার ও পাইলগাঁও ইউনিয়ন সহ আরো কয়েকটি স্থানে ট্রাকসেলের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে বলে ডিলার ধনেশ চন্দ্র রায় জানান।