মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র শেষ কর্মদিবস পালন

38
মদন মোহন কলেজের দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মদন মোহন কলেজের শিক্ষক মিলনায়তনে উপাধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুনের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক পর্ষদের সধারণ সম্পাদক অধ্যাপক মো.আবদুল হামিদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মদনমোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, কলেজের সকল শিক্ষক-কর্মচারীর সর্বাত্মক সহযোগিতার জন্য প্রশংসা করেন এবং আগামীতে কলেজের শিক্ষক-কর্মচারীদের এ পরিবেশর ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা করেন ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, অধ্যাপক জয়ন্ত দাশ, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক প্রদীপ কুমার দে, অধ্যাপক মো.আবদুল হামিদ, যীষুতোশ দাশ , প্রধান সহকারী অরিন্দম দত্ত, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একে এম মাহমুদুল হাসান সানিসহ শিক্ষক পর্ষদের সকল শিক্ষকবৃন্দ। বক্তরা বলেন, আবুল ফহেত ফাত্তাহ’র শিক্ষকতার সুনাম সিলেট তথা সাড়া দেশের মধ্যে রয়েছে। তিনি হলেন সুলেখক ও বড় মাপের গবেষক। তিনি সিলেট সদর উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষও নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রজ্ঞাদীপ মুহিতমানস, নেপথ্যে জলের ছায়া, সিলেট গীতিকা: সমাজ ও সংস্কৃতিসহ অসংখ্য বই রচনা করে করেছেন। বক্তারা আরো বলেন. তিনি শিক্ষকতার কর্মজীবন ছেড়ে লেখালেখি ও গবেষণায় আরো ব্যাপকভাবে নিয়েজিত থাকবেন। ড. আবুল ফতেহ ফাত্তাহ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। আমাদের মাঝে আদর্শ হয়ে থাকবেন চিরকাল। বিজ্ঞপ্তি