আজমিরীগঞ্জ সংবাদদাতা
আজমিরীগঞ্জে গলায় মাফলার পেছিয়ে আব্দুল হাসিম (৮৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার এক নম্বর সদর ইউনিয়নের রনিয়া গ্রামের বাসিন্দা। সোমবার সকাল ৭ টায় নিজ বসতঘরে তীরের সাথে মাপলার পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ আব্দুল হাসিম মিয়া গ্রাম্য কবিরাজ ছিলেন। সকালে গ্রামে চায়ের দোকানে বসে চা পান করে বাড়ি ফিরে দেখেন তার বৃদ্ধা স্ত্রী হাওরে গেছেন। এই সুযোগে আব্দুল হাসিম মিয়া নিজ বসত ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. শহিদ মিয়া আব্দুল হাসিম মিয়ার ছেলের বরাত দিয়ে বলেন, বেশকিছুদিন ধরে তিনি ঘুমের ঘোরে স্বপ্নে দেখতেন তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এই স্বপ্নের কথা বেশ কিছুদিন ধরে তার সন্তানদের বলে আসছিলেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, আত্মহত্যার কারন জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।