শওকত আলী
একটি ছেলে সন্ধা বেলা
ঘাস ফড়িংকে খোঁজ এ,
চুপি চুপি খেলার ছলে
ঘাসবনে যায় রোজ এ।
আস্তে করে বসে পড়ে
কায়দা করে হেঁটে,
যেই না ফড়িং ধরবে সে
অমনি পড়ে কেটে।
খানিক দূরে বসে ফড়িং
আড়াল থেকে দেখে,
সেই ছেলেটি পিছু নেয়
পা’টি মেপে মেপে।
মৃদু পায়ে ধরতে যাবে
লেজ কি-বা তার পাকা,
অমনি ফড়িং কেটে পড়ে
সব দেখা যায় ফাঁকা।