বড়লেখায় প্রথমদিন ভ্যাকসিন নিলেন ৬৪ জন

9

বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাদান শুরু হয়েছে। প্রথম দিনই টিকা নিয়েছেন ৬৪ জন। ৩টি বুথে এই টিকা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। এ সময় বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ১ নম্বর বুথে প্রথমে টিকা নেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
এরপর ২ নম্বর বুথে টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রত্নদীপ বিশ্বাস। প্রথম ধাপে আরও ৮জন টিকা নেন। তারা হলেন পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (এমপিএইচ) ডা. আব্দুল মুকিত, ডা. কামরুল হাসান রাহাত, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, নার্সিং সুপারভাইজার নিভা রানী শিকদার, সাংবাদিক লিটন শরীফ, নার্সিং কর্মকর্তা খাদিজা আক্তার, স্বাস্থ্য সহকারী রাজেশ দেব নাথ ও সমাজসেবক আতাউল আম্বিয়া চৌধুরী।
এদিকে দুপুর দেড়টায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।
যারা টিকা নিয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকা নিয়ে তারা ভালো আছেন। তারা পার্শ্বপ্রতিক্রিয়াবোধ করছেন না। অন্যদের নির্ভয়ে টিকা নেওয়ার আহবান জানিয়েছেন তারা।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রত্নদীপ বিশ্বাস জানান, প্রথম দিনই ৬৪ জন টিকা নিয়েছেন। ৩টি বুথে এই টিকা দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে টিকা নেওয়ার আহবান জানান তিনি।