ব্রিটিশ-বাংলাদেশিদের গর্বের প্রতীক ইস্ট হ্যান্ডস চ্যারিটি

3

স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশে আর্তমানবতার কল্যাণে কাজ করার উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে চ্যারিটি সংস্থা ইস্ট হ্যান্ডস। এটি এমন সংগঠন যার শতভাগ কর্মকর্তা, স্বেচ্ছাসেবী কর্মী সবাই ব্রিটেনের বাংলা মিডিয়ার সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা ছাড়াও নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে সংস্থাটি। ইস্ট হ্যান্ডস চ্যারিটি ব্রিটিশ বাংলাদেশীদের গর্বের প্রতীক হয়ে টিকে থাকবে।
সোমবার নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এই প্রত্যাশা করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং ইস্ট হ্যান্ডস চ্যারিটির ফাউন্ডার নবাব উদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২০ সালে তাদের সংস্থাটি যাত্রা শুরু করে। গত এক বছরে সংস্থাটি বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পাশাপাশি ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করেও ব্যাপক সুনাম কুড়িয়েছে। বাংলাদেশে নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন এবং চলতে অক্ষম এমন মানুষদের জন্য হুইলচেয়ার উপহার দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করা হয়েছে। একই সাথে নির্মিতব্য শমসেরনগর হাসপাতালে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিক নবাব উদ্দিন আরো জানান, তাদের সংস্থা সিলেট ও বরিশালে অন্ধ, বোবা, বধির এমন শিশুদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করেছে। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খেটে খাওয়া মানুষদের কাছে খাদ্য সহায়তা ও উপহার পৌঁছানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও আফ্রিকার খরাপীড়িত দেশ সোমালীল্যান্ডে নিরাপদ পানি বিতরণ কার্যক্রম চলমান আছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে পোল্যান্ড সীমান্তে প্রায় ৩ মাস এই সংস্থার নিজস্ব ফুড স্টল থেকে শরণার্থীদের খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়া, ইস্ট হ্যান্ডস চ্যারিটি তুর্কী ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভ‚মিকম্পে হিউম্যান আপিলের সাথে পার্টনারশিপে প্রজেক্ট ডেলিভারি করেছে। চলমান ফিলিস্তিন সংকটে ইস্ট হ্যান্ডস চ্যারিটির খাদ্য ও চিকিৎসা সহায়তা আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
লিখিত বক্তেব্যে আরো জানানো হয়, আন্তর্জাতিক পর্যায়ে কাজের পাশাপাশি সংস্থাটি গত এক বছরে ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করেছে। বিশেষ করে এনএইচএস নর্থ ইংল্যান্ডের ফান্ডে কস্ট অব লিভিংয়ে আক্রান্ত মানুষদের জন্য নিয়মিত সার্জারী চালু করে প্রায় ১শ পরিবারকে নানা পরামর্শ দেয়া হয়েছে, ন্যাশনাল লটারীর কমিউনিটি ফান্ডে নিউহ্যাম ও টাওয়ার হ্যামলেটসের ৩০ পরিবারের মধ্যে সবজি বাগান করার জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহায়তায় কার্বণ নিঃসরণ প্রজেক্টে অন্তত ৩০০ মানুষের মধ্যে দৈনন্দিন জীবনে কার্বণ কমানোর উপায় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ইস্টহ্যান্ডস চ্যারিটির গত এক বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ কিছু পরিকল্পনা তুলে ধরতে পেরে আমরা গর্বিত বলে উল্লেখ করেন। সংস্থার কার্যক্রম, অগ্রগতিতে সহযোগিতা, পরামর্শ কামনা করেন।
সংবাদ সম্মেলনে অ মধ্য়ে উপস্থিত ছিলেন সংস্থার প্রজেক্ট নেতৃত্ব প্রদানকারী পলি রহমান, ট্রাস্টি বাবলুল হক এবং কোঅর্ডিনেটর এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদ প্রমুখ।