কোম্পানীগঞ্জ সংবাদদাতা
কোম্পানীগঞ্জ উপজেলায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। রবিবার সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় অপর ট্রাকের চালক আহত হন। নিহত জীবন কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।
জানা গেছে, জীবন আহমেদ হাইট্রলিক ড্রাম ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জ যাচ্ছিলেন। এ সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জীবন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনা কবলিত দুটি ট্রাকই জব্দ করা হয়েছে। তবে দুমড়েমুচড়ে যাওয়ায় ট্রাক দুইটি থানায় আনা সম্ভব হয়নি। নিহতের লাশ ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।