জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ॥ কৃষি জমি বাঁচাতে খাদিমপাড়াবাসীর আকুল আবেদন

153

নিজেদের বংশ পরস্পরায় ব্যবহৃত কৃষি জমি বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন খাদিমপাড়া ইউনিয়নবাসী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের জন্য শহরতলীর দাসপাড়ায় কৃষি জমি অধিগ্রহণ করার পরিকল্পনা চলছে। কৃষি জমি ধ্বংস করে এখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস না বানাতে শুরু থেকে আপত্তি এলাকাবাসীর। এ ব্যাপারে তারা গতকাল খাদিমপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত হয়ে সিলেটের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে তারা উল্লেখ করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের জন্য এলএ মামলা নং ০৯/২০১৪-১৫ মূলে ৪.০০ একর উৎপাদনশীল কৃষি জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। কিন্তু, উক্ত কৃষি জমিতে বংশ পরস্পরায় যুগ যুগ ধরে স্থানীয় এলাকাবাসী চাষাবাদের মাধ্যমে দেশের প্রধান ফসল ধান উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে।
ইউনিয়নবাসীর আশংকা এই কৃষি জমিটুকু যদি সরকার অধিগ্রহণ করে তাহলে তাদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাবে।
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম বিলালের পক্ষে তার প্রতিনিধি, ইউপি সদস্য বদরুল ইসলাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাহেদুল ইসলাম জাহাঙ্গির, এম এ আলী সজিব, শেখর রঞ্জন দাস, মো: আবু সাঈদ, মুহিবুর রহমান, নোমান আহমদ সুমন, মো: জালাল, মো: চান মিয়া, সাইফুল ইসলাম মাসুম, হাজী আব্দুল মন্নান, মো: আব্দুর রশীদ, মো: বাবুল হোসেন, আব্দুর রহমান, মস্তফা কামাল, ইশ্তিয়াক ইসলাম, মো: নেওয়াজ শরীফ, সোহেল আহমদ, মাতাব আহমদ, মো: রুবেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, মো: শুকুর মিয়া, কাবুল আহমদ, মো: ওয়াহিদুর রহমান, ধরনী মোহন পাত্র, মো: হাবিবুর রহমান, মো: হেলাল আহমদ রুহুল আমিন, মো: নাছির মিয়া, মো: সজিব আহমদ সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিজ্ঞপ্তি