স্টাফ রিপোর্টার
বাংলাদেশের বাইরে প্রবাসীদের সর্ববৃহৎ কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে প্রবাসীদের সমস্যা সমাধানে ১১ দফা দাবি তুলে ধরেছে। সোমবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ১৯৯৩ সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের সক্রিয় ভ‚মিকা পালন করে আসছে এই অরাজনৈতিক সংগঠন। ৬৯, ৯১ এর পথ ধরে ২৪ সালে ছাত্রজনতা যে গণঅভ্যুত্থান ঘটিয়েছে, এতে প্রবাসীরা রেমিটেন্স বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে ছাত্রজনতার কাতারে ছিল। নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের সমস্যা পাহাড়সম। এই সরকার প্রবাসীদের কিছু জরুরি দাবি তাদের নির্বাহী আদেশে বাস্তবায়ন করতে পারেন অনায়াসে। সিলেট বিদ্বেষী একটি চক্রের কারণে সিলেট অঞ্চলের প্রবাসীরা হয়রানীর শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন।
গ্রেটার সিলেট ডেভেল্যাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে নেতৃবৃন্দ বলেন, শুধুমাত্র সিন্ডিকেটের কারণে সিলেটবাসীর অনেক দাবি আটকে আছে দিনের পর দিন। আমরা মনে করি এটি একটি বৈষম্য ও ষড়যন্ত্র। অন্য এয়ারলাইন্সের ফ্লাইটগুলো সিলেট থেকে ইংল্যান্ডে সরাসরি চালু হলে অচিরেই বিমানের একচেটিয়া আধিপত্য বন্ধ হবে। শুধু তাই নয়, বাংলাদেশে কার্গো প্রেরণের ক্ষেত্রে যে নৈরাজ্য চলছে, অন্যান্য এয়ারলাইন্স মার্কেটে আসলে প্রতিযোগিতার মাধ্যমে কার্গো প্রেরণের দাম ও কমবে এবং সিলেটে সংরক্ষণের অভাবে পচে যাওয়া শত শত টন মৌসুমী ফল, শাকসবজি সহ অন্যান্য ফসল ইংল্যান্ড প্রেরণের মাধ্যমে বিশাল মার্কেট তৈরী হবে বলেও উল্লেখ করেন।
প্রবাসীদের সার্থে ১১ দফা দাবিসমূহ হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা, বিমানের তৃতীয় সার্ভিস সিলেট-বার্মিংহাম চালু করা, ই-পাসপোর্ট তৈরীতে রাষ্ট্র বিরোধী ও ফৌজদারী অভিযোগ ছাড়া পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা, নো-ভিসা রিকোয়ার (এনআরভি)’র জন্য ফি সহনশীল পর্যায়ে আনা, প্রবাসীদের টাকা ছাড়ার অনিশ্চয়তা বন্ধ করতে সোনালী ব্যাংককে আবার সগৌরবে ফিরিয়ে আনা, বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙ্গে বিমানের টিকেট প্রাপ্তি সহজল করা, বই-পুস্তকের পরিবর্তে প্রবাসী সেলকে কার্যকর করে গড়ে তোলা, প্রতিটি হাইকমিশনে প্রবাসী মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি নিয়োগ, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের আয় ব্যায়ের হিসাব এর অডিট রিপোর্ট প্রতি বছর প্রকাশ করা,
বিলেতের ৯০ ভাগ মানুষ বৃহত্তর সিলেট অঞ্চলের হওয়ায় সিলেট অঞ্চলের লোকজন থেকে হাইকমিশনার নিয়োগ দেয়া, প্রবাসীদের ন্যাশনাল আইডি কার্ড সহজ করার লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশন প্রত্যাহার করা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে’র ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্পোর্টস সেক্রেটারী আব্দুল মালিক কুটি, ট্রেজারার আবুল মিয়া, এক্সিকিউটিভ মেম্বার আহবাব মিয়া, মেম্বার প্রিন্সিপাল সানাওয়ার আলী কয়েস, উপদেষ্টা ইনসাফ আলী, সিলেট চ্যাপ্টারের সহসভাপতি এম এ নাসির সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জোহরা জেসমিন, নাজনীন আক্তার কনা, ট্রেজারার আলী আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ সাগর, যুব বিষয়ক আমিন তাহমিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোজিনা চৌধুরী, নির্বাহী বিষয়ক সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।