ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করতে হবে – ডা. আরমান আহমদ শিপলু

8

সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং জালালবাদ রাগীব-রাবেয়া মেডেকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। দেশ স্বাধীনের পর তিঁনি আজীবন বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেছেন। পাকিস্তানিদের পেতাত্মারা তাকে হত্যা করলেও তাঁর আদর্শকে মুছে ফেলতে পারেনি। বঙ্গন্ধুর আদর্শকে ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বাার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মহানগর বৃহত্তর মদিনা মার্কেট ব্লক ছাত্রলীগের উদ্যোগে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর রচিত বই বিতরণ ও বৃক্ষের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক শামসুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা রানা আহমদ শিপলু, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম হোসেন, যুবলীগ নেতা ছাব্বির আহমদ, আল-আমিন আহমদ, তারেক আহমদ, আলমগীর আহমদ, সাদেক আহমদ, লিমন আহমদ, রুহেল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সুমন আহমদ, সায়েম আহমদ, ছালেক আহমদ, রুবেল মুন্সী মুহিন, এস আর ইজদানী প্রমুখ। বিজ্ঞপ্তি