মানবিক সমাজ ও দেশ গড়তে সকলকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে -মোহাম্মদ শের মাহবুব মুরাদ

4

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, মানবিক সমাজ ও দেশ গড়তে সকলকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণের মূল শর্ত হলো সকলের সম্মিলিত অংশ গ্রহণ। তিনি বলেন, কমিউনিটির সকলের অংশগ্রহণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নে এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর ভ‚মিকা প্রশংসনীয়। গরীব, অসহায়, পিতৃ-মাতৃহীন শিশুদের সাহায্যে প্রতিষ্ঠিত এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি এর ধারাবাহিকতা রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি গতকাল সোমবার বিকেলে ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট প্রাঙ্গণে ২য় পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর সহকারী পরিচালক ও ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানী নগর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) শাহানাজ পারভীন, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট এর সহকারী পরিচালক তানবীর আহমদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অতিথিবৃন্দ এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট ঘুরে দেখেন ও শিশুদের সাথে কিছু সময় কাটান।
উল্লেখ্য, সিলেটে ২০২৪ সনের ভয়াবহ বন্যা কবলিত মানুষের কল্যাণে এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ কর্তৃক বাংলাদেশের সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা নামক প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার ৩হাজার টি পরিবারের মধ্যে ১কোটি ২৫ লক্ষ, ৪৫ হাজার টাকা সহযোগিতা করা হবে। গত ২৯ জানুয়ারী এ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মোট ৫৬৫ টি পরিবারকে ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়ত প্রদান করা হয়। যার মধ্যে ৩৮ জনকে জীবিকায়নের জন্য ৬হাজার টাকা, ১৯ জনকে গৃহনির্মান সহায়তা বাবদ ৫ হাজার টাকা এবং ৫০৮ জনকে খাদ্য নিরাপত্তা সহায়তা বাবদ সাড়ে চার হাজার টাকা প্রদান করা হয়। প্রথম পর্যায়ে ৩ টি সহায়তা বাবদ মোট ২৪ লক্ষ ১৫ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়।
২য় পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মোট ৪২৫ টি পরিবারকে সহযোগীতা করা হবে। যার মধ্যে ১৪৪ জনকে জীবিকায়নের জন্য ৬ হাজার টাকা, ১৯১ জনকে গৃহনির্মাণ সহায়তা বাবদ ৫ হাজার টাকা এবং ৯০ জনকে খাদ্য নিরাপত্তা সহায়তা বাবদ সাড়ে চার হাজার টাকা প্রদান করা হয়। দ্বিতীয় পর্যায়ে ৩টি সহায়তা বাবদ মোট ২৩ লক্ষ ১৯হাজার টাকা প্রদান করা হয়।