সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, ব্যবসায়ীরা বাঁচলে সরকার ট্যাক্স পাবে, ভ্যাট পাবে। তাই বর্তমান আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছে। ব্যবসায়ীদের যেকোন সমস্যা সমাধানে সরকার আন্তরিক। তিনি আরো বলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ ব্যবসায়ীদের কার্যকর সংগঠন। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থেকেছেন বলে অন্যায় আবদার আপনাদের ওপর চাপিয়ে দেয়া যায়নি। আমি আপনাদের দাবী-দাওয়া যথাযথ জায়গায় পৌঁছে দিয়েছি। আপনাদের যেকোন ন্যায্য দাবী-দাওয়া আদায়ে আমি সবসময় পাশে থাকব।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত শনিবার সন্ধ্যায় নগরীর উপশহরস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা জাদুকরী নেতৃত্বে দেশের প্রতিটি সেক্টরে অভূতপূর্ণ সাফল্য এসেছে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ শেখ মো. মকন মিয়া। জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক এইচ এ তাফাদার রুহেল ও সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, নির্বানা ইন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা সম্পাদক তাহমিন আহমদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহমান রিপন, ফল মার্কেট ব্যবসায়ী সমিতি সিলেটের সভাপতি মো. বশির মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি আতিকুর রহমান। বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা এড. মুুজিবুর রহমান, উপদেষ্টা এড. আব্দুল মালিক, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, মুফতি নেহাল উদ্দিন ও মো. নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহ আহমেদুর রহমান, পৃষ্ঠপোষক মো. ছাদ মিয়া, মো. রাজ্জাক হোসেন, হাজী বশির মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, মো. রাজু আহমদ, সৈয়দ রাজন আহমদ, মো. জাহাঙ্গীর আহমদ, মহানগর শাখার সহ-সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাবেল, আল-মারজান মার্কেটের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ লোকমান, দরগাহবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ¦ সামছুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মো. কয়ছর আলী, প্রচার সম্পাদক শ্রী সরোজ ভট্টাচার্য, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, ধর্ম সম্পাদক মো. লুৎফুর রহমান লিলু, সাংস্কৃতিক সম্পাদক ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের স-সভাপতি মো. পংকি মিয়া জালালী, সহ-সাংস্কৃতিক মো. কুদ্দুছ খান, সাহিত্য সম্পাদক মো. মঞ্জুর হোসেন, সহ-সাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন কামাল, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত স্বপন, মহিলা সম্পাদিকা হেনা আলী, মো. আব্দুল গফুর, গাজী মো. জামিল, কামরুল ইসলাম, মো. আফরোজ আলী, এম এ হান্নান, মো. দবির মিয়া, কয়েস আহমদ সাগর, মো. সিরাজ মিয়া, ইমরান খান রায়হান, ইসলাম আলী, জয়নাল আবেদীন, ফয়জুল হক কাামাল, হোসেন আলী, সহ-পাঠাগার আনিসুল হক তিতাস, মো. ছালেক মিয়া, ইঞ্জিনিয়ার সুমন ইসলাম, এইচ আর শামীম, আব্দুর রহমান দুদু, সাহেল আহমদ মুস্তাক, আজম আলী, এম এ হান্নান প্রমুখ।
অনুষ্ঠানের শেষে পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মরহুম তুরন মিয়াসহ মরহুম সাবেক নেতৃবৃন্দ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান লিলু। বিজ্ঞপ্তি