স্পোর্টস ডেস্ক :
পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ম্যাচে কলিন মুনরোর ঝড়ো ব্যাটিংয়ে রীতিমতো ল-ভ- কোয়েটা গ্ল্যাডিয়েটরস। এদিন ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে সাদাব খান বাহিনী। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান তুলে কোয়েটা। তাড়া করতে নেমে মাত্র ১০ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ।
১৩৪ রানে টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ বলে ৯০ রান করেন কলিন মুনরো। ইনিংসের প্রথম ওভারেই ৪ চারের মারে আসে ১৯ রান। যা অব্যাহত থাকে দশম ওভারের শেষ বলে ম্যাচ জেতার আগপর্যন্ত।
সাইক্লোন তোলা ইনিংসটিতে ১২ চারের পাশাপাশি ৫টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন মুনরো। যার মানে ৮০ শতাংশ রান শুধু বাউন্ডারি থেকেই করেছেন তিনি। অপরপ্রান্তে খাজা অপরাজিত ছিলেন ২৭ বলে ৪০ রান করে। যেখানে ছিল ৬ চার ও ১ ছয়ের মার।
এর আগে ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কোয়েটার। মাত্র ৫ রান আউট হন ওপেনার ফাফ ডু প্লেসিস। আরেক ওপেনার উজসমান খান আউট হয়েছেন ১৪ রানে। আর অধিনায়ক সরফরাজের ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান।
চতুর্ত উইকেটে আজম খানকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা কিছুটা বাড়িয়ে নেন জ্যাক ওয়েদারল্যান্ড। ২৩ বলে ২৫ রান তুলে সাজঘরে ফেরেন আজম।
এরপর ওয়েদারল্যান্ডের যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই। ৬ বলে ১৩ রান তুলে আউট হন আন্দ্রে রাসেল। অন্যরা কেউই দুই অঙ্ক ছুতে পারেননি। অন্যদিকে ইনিংসে সর্বোচ্চ ৩৫ বলে ৪৩ রান করেন ওয়েদারল্যান্ড।