সাবেক মন্ত্রী আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তন করতে আল্টিমেটাম

4

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক কৃষি মন্ত্রীর নামের ‘উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজ’ নাম পরিবর্তনের পদক্ষেপ গ্রহনের জন্য কলেজ কর্তৃপক্ষকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার দুপুরে উপজেলার মতিগঞ্জ এলাকায় উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজে গিয়ে কলেজের অধ্যক্ষ পিয়ালী ভৌমিকের কাছে স্মারকলিপি দেন তারা। এসময় শিক্ষার্থীরা কলেজের গেইটের নাম ফলক থেকে কলেজের নাম ফলক খুলে দেয় । সেখানে ‘মতিগঞ্জ কলেজ’ নামে একটি ব্যানার টাঙ্গিয়ে দেয় শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ পতিত ফ্যাসিবাদী রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতি ও ভ‚মিদস্যুতার অভিযোগ রয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে কলেজের নামকরণ করা আমাদের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। আমরা বিশ্বাস করি, কলেজের নাম পরিবর্তন করে একটি উপযুক্ত এবং সর্বজনগ্রহণযোগ্য নাম রাখা উচিত। তাই আমরা এই কলেজের নাম এলাকার নামানুসারে “মতিগঞ্জ কলেজ” নামাঙ্কিত করার সুপারিশ করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী শ্রীমঙ্গলের মো. মোজাহিদুল ইসলাম বলেন, আমরা চাইনা গণহত্যাকারী আওয়ামীলীগের দোষরের কারো নামে কোন স্থাপনা রাখতে। আমরা ওই কলেজে গিয়ে কলেজের নাম আব্দুস শহীদ কলেজ এর পরিবর্তন করে মতিগঞ্জ কলেজ রাখার দাবী জানিয়ে এসেছি। এই বিষয়ে আমরা একটি স্বারকলিপি দিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে এই তারা যেন শিক্ষামন্ত্রনালয়ে চিঠি পাঠিয়ে নাম পরিবর্তনের কাজ শুরু করেন। কলেজ কর্তৃপক্ষ যদি এই বিষয়ে কোন পদক্ষেপ না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক বলেন, ‘শিক্ষার্থীরা আজ কলেজে এসে একটি স্মারকলিপি দিয়ে গিয়েছে। আমাদের কলেজের সভাপতি ইউএনও। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করেছি।’
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বিষয়টি নিয়ে আজ (মঙ্গলবার) কলেজের গভর্নর বডির সভা ডাকা হয়েছে। সেখানে আলোচনা শেষে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।’