সুখ

37

মিজানুর রহমান মিজান

সুখের লাগি কেঁদ না মন
একদিন সুখি হবে জন্মের মতন।
নবীর কথা ভেবে দেখ হৃদয়ে তোমার
কত দু:খ করলেন তিনি সইলেন অত্যাচার
বৃথা যায়নি জীবন।
মায়ার বাঁধন টুটে লাগাও গলে ফাঁসি
অচিন পুরে নির্জন ডাকে বাজবে বাঁিশ
সহে মাটি শোষণ।
হৃদয়ে উঠিল ঝড় কালো মেঘ দেখি
সোনার অঙ্গে পড়বে কালি ডাকবে না পাখি
ঝরে পানি হয় বর্ষণ।