উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ গ্রহণে বিকল্প নেই

9

সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান বলেছেন, কমিউনিটি রিফিলিং কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত রোগীদের স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। উপজেলা হাসপাতালের পাশাপাশি কমিউনিটির মানুষ যাতে নিয়মিত ওষুধ গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখতে পারে, সে ব্যাপারেও উদ্যোগী ও বাস্তব কর্মপন্থা গ্রহণ করতে হবে। এর মাধ্যমেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।
সিভিল সার্জন অফিস, সিলেট-এর উদ্যোগে কমিউনিটি ক্লিনিকগুলোতে রোগীদের সেবাগ্রহণের অভিজ্ঞতা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সুস্থ জীবনাচরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে বর্তমান কমিউনিটি ক্লিনিক থেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের রিফিলিং কার্যক্রম প্রক্রিয়া সফল ও বেগবান করার লক্ষ্যে গতকাল সোমবার সকালে নগরীর দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিক-এর কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিলেট সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর ‘বাংলাদেশ হাইপার টেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’ প্রোগ্রামের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন ‘বাংলাদেশ হাইপার টেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’র সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভ‚ঁইয়া (অব.), এডিশনাল প্রোগ্রাম ডিরেক্টর ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, রিফিলিং কার্যক্রমের আপডেট নিয়ে বক্তব্য দেন সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. দেবদুলাল দে পরাগ, প্যাশেন্ট ভয়েস প্রোগ্রাম বিষয়ক বক্তব্য দেন ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের। শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনির, ডা. মো. দেলওয়ার হোসেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, ‘বাংলাদেশ হাইপার টেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’-এর ডিভিশনাল প্রোগ্রাম অফিসার ডা. সাজ্জাদ হোসাইন। সভায় কমিউনিটি ক্লিনিকগুলোতে রোগীদের সেবাগ্রহণের অভিজ্ঞতা বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। উল্লেখ্য, ‘বাংলাদেশ হাইপার টেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’ প্রোগ্রামের আওতায় ২০ জন রোগীর অভিজ্ঞতা সংগ্রহ করা হয়েছে। তাদের অভিজ্ঞতা স্বাস্থ্য ব্যবস্থাপনায় ইতিবাচক ভ‚মিকা রাখবে। কমিউনিটি পর্যায়ে এই কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে সবকয়েটি উপজেলার হাসপাতাল প্রাঙ্গণে রোগীদের সঙ্গে মতবিনিময় সভার আয়েজন করা হয়েছে। এসব মতবিনিময়ের মাধ্যমে রোগীদের চাহিদা, অভিজ্ঞতা এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যা সরাসরি তুলে ধরা হয়েছে। এই প্রোগ্রামের অধীনে সিলেট জেলায় ২০২১ সাল থেকে কমিউনিটি পর্যায়ে বিভিন্ন ধাপে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ প্রদান করা হচ্ছে। মতবিনিময় সভায় সেই সকল রোগীদের উপস্থিত করা হয়েছে যারা নিয়মিত ওষুধ গ্রহণ করেন এবং কমিউনিটি পর্যায়ে এই কার্যক্রমের সুফল ভোগ করছেন। তারা তাদের অভিজ্ঞতা সিলেট জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনার কর্ণধারদের কাছে তুলে ধরেন, যা ভবিষ্যতে এ কার্যক্রমকে আরও বেগবান করে তুলবে। এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সিভিল সার্জন অফিস এবং ‘বাংলাদেশ হাইপার টেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ’-এর কর্মকর্তাবৃন্দ।