দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেট দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেল থেকে তিন যুবক-যুবতীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরস্থ হোটেল প্রবাশ আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো-সুনামগঞ্জের দিরাই থানার হোসেনপুর তালুকদার বাড়ির আব্দুল জলিলের ছেলে মো.রাসেল আহমদ (২৬), দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার আব্বাস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম তুহিন (২১) ও পপি (৩০)। শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ৮জানুয়ারি রাত সাড়ে ১২টায় উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন মুক্তিযোদ্ধা চত্ত¡রস্থ হোটেল প্রবাশ আবাসিকের বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।