বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

7

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মুনীর আহমদ ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টায় সিলেটের ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুর কারণ হার্ট এ্যাটাক বলে জানা গেছে।
১৩ ই ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টায় পারিবারিক কবরস্থানের সামনে শতাধিক মুসল্লিয়ান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের উপস্থিতিতে মরহুমের জানাজার নামাজের পূর্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এর উপস্থিতে থানার এসআই অনিক বড়ুয়ার নেতৃত্বে পুলিশের সদস্যরা তাকে রাষ্ট্রীয় সালাম জানান। পরে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
জানা গেছে, মরহুম মুনীর আহমদ মুক্তিযুদ্ধের সময় ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিশ্বনাথের দৌলতপুর গ্রামের আরও সহযোদ্ধা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হামিদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আদ্রিস খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সীতাব আলী, বীর মুক্তিযোদ্ধা আজম আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুস শহীদ ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রইস আলী প্রমুখ।