কানাইঘাট বাজারে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধিত

39

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা রোড উত্তর বাজারে গত শুক্রবার মধ্য রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাদিত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে এএম এন্টার প্রাইজ এর মালিক ব্যবসায়ী আলমাছ উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় গত শনিবার অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির চিত্র তোলে ধরে অভিযোগ দায়ের করেন। এছাড়া গত শনিবার রাতে উপজেলা রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের সাথে সাক্ষাৎ করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানালে এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ী আশ্বস্ত করেন ওসি আব্দুল আহাদ। এএম এন্টারপ্রাইজের মালিক আলমাছ উদ্দিন জানান গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সাঁটারের তালা লাগিয়ে বাড়ীতে চলে যান। গভীর রাতে তাকে মোবাইল ফোনে জানানো হয় তার দোকানের সাঁটার ভাংগা ভিতরে আগুন জ্বলছে। এমন সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখতে পান তার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে গেছে। আগুন আশপাশ আরো ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এক পর্যায়ে আশপাশের লোকজন ঘুম থেকে জেগে উঠে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রতিহিংসা পরায়ণ হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে আলমাছ উদ্দিন জানান।