ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বার্কিং আসনে কনজারভেটিভ পার্টির একমাত্র বাঙালি এমপি প্রার্থী মিনা রহমান বলেছেন, বর্তমান বিশ্বে শিক্ষা হল সকল উন্নতির চাবিকাঠি। জীবনের সকল চাওয়া পাওয়া সমন্বয় ঘটাতে পারে শিক্ষা। শিক্ষা মানুষকে সামগ্রিক ও উন্নত গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করে। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি করা সম্ভব নয়। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সকল অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে ছাতক সমিতি গরীব অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সেটা নিশ্চয় প্রশংসার দাবীদার। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং সমিতিকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি গত ৫ ডিসেম্বর শনিবার রাতে নগরীর একটি হোটেলে সিলেটস্থ ছাতক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক সমিতির সভাপতি নাসিম হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এড. রাজ উদ্দিন, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মনিরুজ্জামান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা গয়াছুর রহমান। বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আবু নছর ওহিদ, রানা মিয়া, অধ্যাপক খছরুজ্জামান, আরশাদ আলী, রজব আলী, সহ-সাধারণ এডভোকেট মাছুম আহমদ, ফয়জুল বারী, ফজর আলী, সাবেক কাউন্সিলর নাজনীন আক্তার কনা, আব্দুল হান্নান, পীর আব্দুল হান্নান, আব্দুস সহিদ মুহিত, নুরুল হক, এডভোকেট কাজী মঈন উদ্দিন, আব্দুস সুবহান, ছাদিকুর রহমান ছাদিক, শামীমা কালাম, এডভোকেট জয়ন্ত, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট সাজ্জাদুর রহমান, ওয়াহিদুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রউফ মেম্বার, আব্দুর রউফ তালুকদার, আবুল হাছনাত, বারিন্দ্র দাশ সজিব, মুহিত হোসেন মজুমদার, আবু সুফিয়ান, সৈয়দ মুর্শেদ আলী, রাসেল আহমদ দিপু, সুমন আহমদ তালুকদার, খোকন চৌধুরী, মাজারুল ইসলাম, আশরাফ খান, মাহমুদুল করিম নেওয়াজ, সাজিল হোসেন বাবুল, দেলওয়ার হোসেন খোকন, মাওলানা জাকির হোসেন, বুরহান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি