এ.ডি. সজীব
আমার স্বপ্ন আমার হাতড়ে বেড়ায়
স্মৃতিরা আমার অস্তিত্বের আহ্বানে
আমি স্বপ্নদেখি ধ্বংসের আলোয়
যে আলো হবে তোমার নিঃশ্বাসের রোগে
আমার স্বপ্নকে আমি নতুন কোন রঙে ওড়াব
যে স্বপ্ন দিয়েছিলে তুমি
ফেলে আসা স্মৃতির স্বপ্নতে রাঙাব
নিঃশ্বাসের বিষে হবে তোমার ধ্বংসের অবশেষ
যাও,তুমি যাও তোমার নষ্ট দেহে
নষ্ট পৃথিবী,নষ্ট লোকের আবেগে।
বিষিয়ে দাও সবার জীবন
তোমার জীবন গড়ার অভিযানে
লাজহীন তোমার চাওয়া পাওয়ায়
হারাবে আজ নিজেই নিজেকে।
ভাবছ কেন মিছে বন্দী আমি
কাঁচের চারদেয়ালে
দেখছি তোমার গোপন অভিসার
আপন খেয়ালে
রক্তচোষা আজও তুমি
করছ লোহিত পান
জীবন নিয়ে খেলছ পাশা
কি হবে এর প্রতিদান
নীল সাগরে লীণ তুমি
সবার অগোচরে
নিঃস্ব হবেই হঠাৎ আসা
কোন এক মরু ঝড়ে।