কাজির বাজার ডেস্ক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে বিভিন্ন বিষয় নিয়ে ততই কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার নিজ কর্মকর্তাদের অফিসে প্রবেশ এবং বাহির হওয়া নিয়ে কঠোর অবস্থান নিলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ইসি এক আদেশে জানিয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচন ভবনের প্রবেশমুখে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে। এ অবস্থায়, নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে সচিবালয়ে প্রবেশ এবং বাহির হওয়ার সময় ডিজিটাল হাজিরা মেশিনে ফিঙ্গার প্রিন্ট/ফেস ডিটেক্টরে স্ক্যান করার জন্য অনুরোধ করা হলো। আদেশে ইসি আরও জানায়, ডিজিটাল হাজিরা মেশিনে প্রবেশ বা বাহিরে রেকর্ডকৃত সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর আগমন ও প্রস্থান হিসেবে গণ্য করা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
বিষয়টি অতীব জরুরি বলে জানিয়েছে ইসি।