মায়ার ধরা :
মায়ায় গড়া মায়ার ধরা
ছাড়তে নাহি চাই,
মিছে মায়ায় জড়ায় যেনো
সুখটা খুঁজে পাই।
কিসের তরে সাধের বাড়ি
করছি এই ভবে,
সোনার দেহ অসাড় হলে
সবই পড়ে রবে।
লোভের মোহে ভবের মাঝে
জীবন হচ্ছে পার,
হায়াত্ যেনো এই ভুবনে
ক্ষণকালের ধার।
তাইতো ভাবি আপন মনে
যাবো আসল বাড়ি,
ডাক আসবে যেদিন মোর
সেদিন দিবো পাড়ি।
থাকবে পড়ে জায়গা জমি
গড়ছি যাহা কিছু
একলা যাবো খালি হাতেই
যাবে আমল পিছু।