শাবি ও ওসমানীর ল্যাবে করোনায় আরো ৪৮ জন শনাক্ত

5

স্টাফ রিপোর্টার :
শাবি ও ওসমানী হাসপাতালের ল্যাবে আরো ৪৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। গতকাল সোমবার দৈনিক নমুনা পরীক্ষা শেষে এসব রোগী শনাক্ত করা হয়।
জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে সোমবার ২৮২টি নমুনা পরীক্ষায় ৩০ জন ব্যক্তি করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সিলেটের ২০ জন, সুনামগঞ্জের ৫ জন ও হবিগঞ্জ জেলার ৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল।
অপরদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে গতকাল সোমবার ১৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগরের ১১ জন, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, জগন্নাথপুর, সুনামগঞ্জ সদর, রাজনগরের ১ জন করে ও মৌলভীবাজার সদরের ২ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব।