জৈন্তাপুর সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

7

জৈন্তাপুর সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী লালাখাল এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২ জন। বৃহস্পতিবার সকাল ৬টায় সারীনদীর ১৩০১ মেইন পিলার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইনস্পেক্টর শ্যামল বণিক। নিহত রুবেল হোসেন (২২) জৈন্তাপুর থানার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালাখাল সারীনদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জি নামক স্থানে পাথর আনতে গেলে ভারতীয় খাসিয়ারা চোরাকারবারী মনে করে আচমকা গুলি চালায়। এসময় গুলিতে মারাত্বক আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের রুবেল হোসেনসহ আরও দুইজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশের বিষয়টি পুলিশ দেখভাল করছে। এদিকে অন্য আহতরা কোথায় চিকিৎসা সেবা নিচ্ছেন তা নিশ্চিত করতে পারেননি কেউ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে ভারতীয় খাসিয়ারা গুলি চালিয়েছে এইটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।