স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে হিন্দু ধর্মালম্বীদের শিক্ষা-প্রতিষ্ঠানে ও ঘরে ঘরে আজ বৃহস্পতিবার শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেটের দীর্ঘ দিনের ঐতিহ্যের স্মারক শ্রী শ্রী সরস্বতী পূজার প্রতিমা শোভাযাত্রা কাল ২৭ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হবে। শুভাযাত্রায় সকলকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ও শৃঙ্খলার মধ্য দিয়ে অংশ নেওয়ার অনুরোধ জনানো হয়েছে।
পঞ্জিকা মতে, মাঘের শুক্লা পঞ্চমী তিথিকে উপলক্ষ্য করে বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় আজ বৃহস্পতিবার ২৬ জানুয়ারি। বাংলায় ১১ মাঘ পড়েছে পুজোর তিথি। এই তিথি পড়েছে ২৫ জানুয়ারি সন্ধ্যে ৬ টা থেকে। ২৫ জানুয়ারি সন্ধ্যে ৬ টা বেজে ২০ মিনিট ১১ সেকেন্ডে এই তিথি পড়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩৮ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত থাকবে এই তিথি। সরস্বতী পুজো করার প্রয়োজনীয় সামগ্রী- জোড়া সিম, জোড়া কুল, অভ্র-আবির, আমের মুকুল, দোয়াত, খাগের কলম, দুধ, দুর্বা, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়। এছাড়াও লাগে, সাদা কাপড়, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধানের শিষ, পাঁচ ধরনের ফল, ফলে কলা ও নারকেল আবশ্যিক। থাকতে হবে ঘট, পান, সুপারি, ধূপ ও প্রদীপ।
আজ হলদে শাড়ী আর পাঞ্জাবি পাজামা পরে সক্কাল সক্কাল অঞ্জলী দেওয়া ঘিরে বাঙালির চিরাচরিত আবেগে প্রতিবারই উস্কানি দেয় বসন্ত পঞ্চমী। মাঘের এই বিশেষ তিথিতে আয়োজিত হয় সরস্বতী পুজো।
হিন্দু ধর্মে, এই দিনে সরস্বতীর জন্মও হয়েছিল বলে বিশ্বাস করা হয়। বসন্ত পঞ্চমীর দিনটি বিশেষ করে ছাত্র, শিল্প, সঙ্গীত ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই বিশেষ ও গুরুত্বপূর্ণ।
এদিকে, শ্রী শ্রী সরস্বতী পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য এক প্রস্তুতি সভা গত ২৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সরকারি মদন মোহন কলেজে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজ পূজা কমিটির সভাপতি অধ্যাপক জয়ন্ত দাশ এর সভাপতিত্বে ও মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি রজত কান্তি গুপ্ত এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, মদন মোহন কলেজের জিএস বিধান কুমার সাহা, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ এডভোকেট দীলিপ কুমার দাশ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, মদন মোহন কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি, কলেজ পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ সাগর, কলেজ পূজা কমিটির সাধারণ সম্পাদক শশাংক দাস, শোভাযাত্রা সম্পাদক সরুজ মহালদার শান্ত প্রমুখ।
সভায় আজ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার শ্রী শ্রী সরস্বতী পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য সকল পূজারী বৃন্দ ও পূজা কমিটির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়। এছাড়া সিলেটের দীর্ঘ দিনের ঐতিহ্যের স্মারক শ্রী শ্রী সরস্বতী পূজার প্রতিমা শোভাযাত্রা কাল ২৭ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে সাড়ে আটটায় ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু করার সর্বসম্মত সিন্ধান্ত হয়। শুভাযাত্রায় সকলকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ও শৃঙ্খলার মধ্য দিয়ে অংশ নেওয়ার অনুরোধ জনানো হয় প্রস্তুতি সভায়। সভায় ২৭ জানুয়ারি শুক্রবার সকাল দশটায় শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল পূজা কমিটির সভাপতি, সম্পাদক ও শোভাযাত্রা সম্পাদক কে সরকারি মদন মোহন কলেজে শোভাযাত্রা সংক্রান্ত সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।