মো: ছিদ্দিকুর রহমান
শীত এসেছে পাড়া গাঁয়ে
বয়ছে হিমেল হাওয়া,
ভীড় করেছে দিন দুপুরে
আঁধার কালো ধোয়া।
শস্য শ্যামল সবুজ ঘাসে
পড়ছে শিশির কণা,
ভোর বেলাতে উড়ে পাখি
আকাশে মেলে ডানা।
শহর বন্দর পাড়া গাঁয়ে
বসলো কুয়াশার মেলা,
সূর্য্যি মামা জ্বলে নিভে
করে নানা খেলা।
শীতে কাপছে থর,থর
জোয়ান বুড়া বুড়ি,
গরম কাপড় নিয়ে করে
সবাই কাড়াকাড়ি।
শীতের সকালে মিষ্টি রোদে
মিলেছে সুখের ছোঁয়া,
ধূম পড়েছে খেজুর রসের
পিঠাপুলি খাওয়া।