তাজুল ইসলাম নাহীদ

16

খোকন সোনা :

খোকন সোনা কোথায় গেলি
জলদি করে আয়,
দেখিস নাকি দুধমাখা ভাত
কাকে নিয়ে যায়?

আয়রে বাবা কোলেতে আয়
যাসনে ফিরে আর,
ঐ যে দেখো শয়তান হেথায়
চাচ্ছে বারে বার।

খাবার কিন্তু নিয়ে যাবে
বুঝলে বাছাধন,
চারিদিকে ঘুরছে দেখ্ সে
করে যে হন হন।

সঙ্গে দিছি চাম্পা কলা
স্বাদ হয়েছে খুব,
খাবার খেয়ে আমরা দুজন
দিতে যাবো ডুব।

এসো এসো খোকন সোনা
এসো মায়ের বুক,
রেখো নাতো আর ফিরিয়ে
ঘুরে তোমার মুখ?