ইচ্ছে ডানা :
দুঃস্বপ্নের চিলেকোঠায় লুপ্ত রাত্রিযাপনে
সুপ্ত আগ্নেয়গিরির বাসনায় বীজ বপন,
ঝাপসা চোখের ভেজা আর্তনাদ চুপিসারে
অবিশ্বাসী বাসরে করে নির্বাকীয় গমন।
স্বাধীনতার ইচ্ছেডানা পরমায়ুর রাগে
স্থায়ী হোক মুক্তির খোঁজ বন্ধনে,
কুসংস্কারের দেওয়ালে ভাসা আওয়াজ
সাইক্লোন রূপে সংবৃত মনের অরণ্যে।
অনুরাগের আকাশ ছুঁয়ে কাঁটাতার ভেঙে
সংকল্প হবে ধারাপাত ভাটিয়ালি গানে,
সর্বহারা রক্তকোষ সিঁড়ির প্রতিটি ধাপে
জ্যোৎস্নার আলোয় বাঁধবে নবীন প্রাণে।
রক্তমাখা রঙ্গমঞ্চের আসরে প্রতিটি কণা
স্বাধীনতার সুড়ঙ্গ বেয়ে ওড়াক শান্তির পায়রা,
উচ্ছ্বাসহীন সময় তনুর কালশিটে মুক্ত দিনে
অনুভূতির মালায় সাজুক নবরূপে টায়রা।