স্টাফ রিপোর্টার
সিলেটে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরমের এমন তীব্রতায় তৃষ্ণার্ত মানুষ ও প্রাণীকুলে নাভিশ্বাস উঠেছে। চারিদিকে একটু শীতল পরশ লাভের জন্য মানুষের যেন ব্যাকুল প্রচেষ্টা। অসহনীয় এই গরমের সাথে পাল্লা দিয়ে সিলেটজুড়ে বেড়েছে বিদ্যুতের তীব্র লোডশেডিং। সিলেট আবহাওয়া অফিস বলছে, সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২/৩ দিন এ তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব আহমদ বলেন, সমুদ্রে নিম্নচাপের কারণে এবছর সিলেট অঞ্চলে বৃষ্টি কম হওয়াতে গরমটা বেশি অনুভ‚ত হচ্ছে। বৃষ্টি শুরু হলেই সিলেট নগরীসহ পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কমে আসবে।
এদিকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে এতে বলা হয়েছে, সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। এছাড়ও ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোনা, সীতাকুÐ, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, মোংলা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রাজশাহীতে তাপপ্রবাহ বইছে।