স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের এই দুঃসময়ে সিলেটের আরো ৮১ ব্যক্তি আপাতত স্বস্তি পেয়েছেন। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করে শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, গত শনিবার ওসমানীর ল্যাবে আরো ৮১ ব্যক্তির শরীরের প্রয়োজনীয় নমুনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় তাদের শরীরে পাওয়া যায়নি করোনাভাইরাস।
প্রসঙ্গত, ওসমানীর ল্যাবে গত ৭ এপ্রিল থেকে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। কয়েক শত ব্যক্তির নমুনা ইতিমধ্যে এখানে পরীক্ষা করা হয়েছে। তবে সুনামগঞ্জের দুই নারী এবং সিলেটের জকিগঞ্জ ও গোয়াইনঘাটের দুই যুবকের শরীরে পাওয়া গেছে করোনা।