মোঃ রুহুল আমিন

5

মাহে রমজান :

রমজানের চাঁদ উদয় হলো খুশির বার্তা বহে
শৃঙ্খলিত মানব জাতি রোজা ঘ্রাণটা লহে।
মুসলিম গণে রোজা পেয়ে হলো আজি ধন্য,
রোজা যে ঢাল স্বরূপ আজাব থেকে বাঁচার জন্য।

রোজা এলো বছর ঘুরে মুমিন গণের মাঝে
খুশির জোয়ার লহে মুমিন আজি নতুন সাজে।
মহান মাসে উত্তম রাতে পায় যে কদর রাতে,
বান্দার প্রেমটা প্রভুর সাথে আনন্দেতে মাতে।

রোজা রাখলে ঈমান নিয়ে গুণা ঝরে যাবে,
রোজার মাসে রোজা সওয়াব প্রভুর থেকে পাবে।
দান সাদকা তে সওয়াব নেকীর পাল্লা করো ভারী,
রজনীতে পাপের মোচন যতো শুদ্ধ পারি।

চলরে মুমিন মসজিদ পানে গাফেল নাহি থাকি
নামাজ রোজা তালাস করে আল্লা নামে ডাকি।
রোজার গুণে কুষীদ ছেড়ে মুমিন মেলরে আঁখি,
নাজাত যতো পাপ কালিমা রাখিস কেনো বাকি।

রোজার মাসে সকল ভান্ডার আজি দিলে খুলে
খুশির স্রোতে মাতে মুমিন ভিড়েবে শান্তির কুলে।
প্রভুর প্রেমে দিদার লাভে ব্যাকুল মুমিন গণে,
ঈমান গুণে আমল করে রাখবে প্রভুর সনে।