আত্মশুদ্ধির শিক্ষা :
দেখো দেখো মুসলিম দুনিয়া চাঁদ উঠেছে ওই;
মাহে রমজান এলো আবার তোমরা সবে কই।
তারাবিহ নামাজের মধ্য দিয়ে শুরু হয় সাধনা;
সেহেরি খেয়ে করে মুমিন আবারও প্রার্থনা।
রোজা রাখা আমাদের উপর হলো ফরজ কাজ;
সেই সাথে আরও ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ।
পাঁচটি স্তম্ভের তৃতীয়ত রোজার অবস্থান;
ইমান, নামাজ তারপরেই সিয়াম হলো প্রধান।
রহমত, নাজাত, মাগফিরাত নিয়ে রমজান মাস;
ইবাদতের ভাগ্য হলো রেখো এক মনে বিশ্বাস।
এমন একটি মাসের ফজিলত অনেক গুণ বেশি;
ধনী দরিদ্র ভাতৃত্ব বন্ধনে থাকো হাসিখুশি।
অন্যায় অপরাধের জন্যই চাইবে বহুত বহুত ক্ষমা;
জ্ঞাতে অজ্ঞাতে হয়েছে মোদের কতই না গুনাহ জমা।
লোভ-লালসা, অশোভন কার্যের পেতেই হবে মুক্তি;
সেই লক্ষ্যে আত্মশুদ্ধি হবেই আমাদের সব শক্তি।
ধৈর্য শিক্ষা সংযম শিক্ষা হয় যে মাহে রমজানে;
ক্ষুধা কষ্ট, যন্ত্রণা ব্যথা যুক্ত হয় মানুষের জ্ঞানে।
দোয়া কবুল গুনাহ মাফের এইতো বড়ো সুযোগ;
সৃষ্টিকর্তার নৈকট্য লাভে আরও দেই মনোযোগ।।