ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮২তম বার্ষিক ওরস সম্পন্ন

9

মরমী সাধক, পীরে কামেল, শাহ সূফী ফকির হযরত আহমদ আলী (রহঃ)’র ৮২তম বার্ষিক ওরস মাহফিল গত (৫ মার্চ) শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ মাজার প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্ষিক ওরস মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। গৃহিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা, ভক্তিমূলক গানের আসর এবং জিকির-আজকার। ভোরে আখেরি মোনাজাত শেষে বিতরণ করা হয় তবরক। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেতলি ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজমল আলী। তরুণ সমাজকর্মী আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মাজার ফেডারেশনের সিনিয়র চেয়ারপার্সন ও মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া। বিশেষ বক্তা ছিলেন সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের সাধারণ সম্পাদক, সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল (রহ.) মাজারের অন্যতম খাদেম কাজী নুরুল আলম চৌধুরী, সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি হাজী ফরিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জুমন আহমদ, অন্যতম সদস্য এমরান ফয়সাল, ইউপি সদস্য মকব্বির আলী। স্বাগত বক্তব্য রাখেন মাজারের মোতাওয়াল্লি ফকির শাহ নোয়াব আলী। পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন মাজারের খাদেম মোঃ ইউসুফ আলী ও লালু মিয়া। বিজ্ঞপ্তি