স্টাফ রিপোর্টার
চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত দায়িত্বে আছে সিলটে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এরপর নগর ভবনের চেয়ারে বসবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শেষ সময়ে এসে নিজ দায়িত্বে অনেকটাই নিষ্ক্রিয় ছিলেন আরিফ। তবে হঠাৎ করেই অ্যাকশনে নেমেছেন তিনি। ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানে নেমে দিয়েছেন কঠোর হুশিয়ারি। বলেছেন- এখন থেকে ৪২ টি ওয়ার্ডে তিনি প্রতিদিন অভিযানে নামবেন।
সোমবার বেলা ১১টার থেকে ২ টা পর্যন্ত নগরীর বন্দরবাজার সুরমা মার্কেটের সামনে থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়ে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, জিন্দাবাজার হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে এ অভিযান শেষ হয়।
অভিযান টের পেয়ে অল্প সময়ের মধ্যেই ফুটপাতের বিভিন্ন দোকান ও অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলো সরে যায়।
অভিযান পরিচালনাকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যতদিন আমার মেয়াদ আছে আমি ততদিন কাজ করবো। দায়িত্বে অবহেলা করার কোন সুযোগ নেই। কোনভাবেই আর ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। নতুন যিনি দায়িত্বে আসবেন তিনিও এই রকম কাজ করবেন আশাকরি। মেয়র বলেন, আমি ঢাকায় ছিলাম। আমাদের সিলেটের বড় বড় কিছু উন্নয়ন কাজ থমকে আছে। সেসব বিষয় নিয়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আমাদের নিয়ে বসেছিলেন। এই কাজ গুলো দ্রæত শেষ করতে হবে।