চুনারুঘাটে ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে বিনষ্ট

12

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও নষ্ট করা হয়। একই সময় বালুভর্তি তিনটি ট্রাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল।
জানা যায়, দীর্ঘদিন ধরে কয়েকটি প্রভাবশালী মহল খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল খোয়াই নদীর পাকুড়িয়া থেকে নরপতি এলাকা পর্যন্ত অভিযান চালান। এ সময় ওই অংশ থেকে ১০টি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈদ উদ্দিন ইকবাল বলেন- অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।