স্টাফ রিপোর্টার :
দেশে প্রথমবারের মতো আজ শুক্রবারও করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনা ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদিন টিকা নেওয়ার জন্য কোনও রেজিস্ট্রেশন দরকার হবে না। কেবল মোবাইল নম্বর দিয়ে টিকা দেওয়া হবে।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আজ শুক্রবার সিলেটেও খোলা থাকবে টিকাদান কেন্দ্র। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র, পুলিশ লাইন্স হাসপাতাল কেন্দ্র ও নগর ভবনস্থ অস্থায়ী টিকাদান কেন্দ্রে ১ম ডোজ হিসেবে সিনোভ্যাক, বুস্টার ডোজ হিসেবে মডার্নার পাশাপাশি অন্যান্য টিকার ২য় ও বুস্টার ডোজ চালু থাকবে। সকাল ৯টা থেকে বিকেল ২ টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম।