কমলগঞ্জের দুটি গ্রামে বিদ্যুতায়ন উদ্বোধন

23

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়ন পরিষদসহ দুটি গ্রামের ৩৬৯ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করে সরকারী অর্থায়নে বিদ্যুতায়নের আওতায় আনা হয়। সোমবার (২ এপ্রিল) বিকাল ৩টায় ইসলামপুর ইউনিয়ন অফিসে আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুতায়নের উদ্বোধন করেন সরকারি প্রতিশ্র“তি বাস্তবায়ন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড: মো: আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন সরকার, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ধীরেন্দ্র কুমার সিংহ প্রমুখ।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল ডিজিএম মোবারক হোসেন সরকার বলেন, সরকারী অর্থায়নে ৬ দশমিক ৭৩ কি:মি: বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংযোগ প্রদানে ব্যয় হয়েছে ৯১ লাখ ১০ হাজার টাকা। ইসলামপুর ইউনিয়ন পরিষদসহ কানাইদাশী ও টিলাগাঁও গ্রামের ৩৬৯ জন গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগ পেল।