স্টাফ রিপোর্টার :
মহানগর এলাকায় অবৈধ সমাবেশ ও জনতা ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে শক্তি প্রয়োগের (Application of Force) আইনানুগ যথাযথ নিয়ম অনুসরণ সংক্রান্ত ব্রিফিং ও রায়ট কন্ট্রোল ড্রিল অনুশীলন সম্পন্ন হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১ টায় পুলিশ লাইন্সের হলরুমে এ অনুশীলন সম্পন্ন হয়। এসময় মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (সদর) মো. কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. জাবেদুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি এন্ড মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের (পুলিশ সুপার পদে পদোন্নতি পদোন্নতিপ্রাপ্ত) প্রমুখ।