মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

16

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিক্সা চালক সহ আরো ৪জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার বাউরভাগ এলাকায় ঘন কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বাউরভাগ গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে মোজাহিদুর রহমান (৩৫) ও পাবনা জেলার ইশ^রদী গ্রামের হারুন মিয়ার ছেলে আল আমিন (২৫)।
আহতরা হলেন, সুনামগঞ্জ জেলার উত্তর কুশিপাড়া গ্রামের মৃত মছদ্দির মিয়ার ছেলে শাহানুর রহমান (৩০),সদর উপজেলার দুঘর গ্রামের মৃত রাজেন্দ্র সুত্র ধর এর ছেলে নগেন্দ্র সূত্র ধর (৫০)ও একই গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে মো. আরমান মিয়া (৩৬)। গুরুতর আহতবস্থায় একজনকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম জানা যায়নি।
পুলিশ জানায় ঘটনাস্থলে অটোরিক্সা যাত্রী মুজাহিদুর রহমান নামের এক জন মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আল আমিন নামের আরো এক জন মারা যায়।
নিহত ও আহতরা সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন। আহত ৪ জনকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মো.কামাল হোসেন এতথ্য নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের লিডার মো. শাহিন আহম্মদ জানান, শেরপুর থেকে একটি সিএনজি যাত্রীনিয়ে মৌলভীবাজারে আসার পথে বাউরভাগ এলাকায় একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে অটোরিক্সা যাত্রী মুজাহিদুর রহমান নামের এক জন মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আল আমিন নামের আরো এক জন মারা যান।