বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মরহুম এম.এ হকের বাসভবনে বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার পর মরহুমের নগরীর যতরপুরস্থ বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এ সময় জেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও মরহুম এম.এ হকের পুত্র রিয়াসাদ আজিম হক আদনান ও মরহুমের স্ত্রী’র কাছ থেকে পরিবারের সর্বশেষ খোজখবর নেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাবেক সাংসদ সদস্য শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মরহুম হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুহেল আহমদ, আদিল আহমদ রিমন প্রমুখ। বিজ্ঞপ্তি