মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর উপজেলার হাট-বাজার গুলোতে এবার ইফতার সামগ্রী নেই। করোনা পরিস্থিতির কারণে ইফতার সামগ্রী না থাকায় পথচারী সহ রোজাদারগণ দুর্ভোগের শিকার হচ্ছেন।
প্রতি বছর রমজান মাস আসলেই ধর্মপ্রাণ মুসলিম পরিবারে আলাদা আনন্দ-উৎসবের সৃষ্টি হয়। আত্মীয়-স্বজনের বাড়িতে ইফতার সামগ্রী আদান-প্রদানের হিড়িক পড়ে। স্থানীয় হাট-বাজারে রকমারী ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসতেন দোকানীরা। দিন ব্যাপী চলতো ইফতার বেচাকেনার ধুম। এবার সেই চিরচেনা চিত্র বদলে গেছে। জমজমাট হাট-বাজার এবার প্রায় জনশুন্য হয়ে পড়েছে। নেই ইফতার সামগ্রীর দোকান। এতে পথচারী রোজাদারগণ দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। তবুও কোন রকমে চলছে জীবন-জীবিকা।
এ ব্যাপারে ২৯ এপ্রিল বুধবার জগন্নাথপুর সদর বাজারের রিচমুন কনফেকশনারী এন্ড ফাস্ট ফুডের পরিচালকদের মধ্যে সুদীপ ভট্টার্চায় বলেন, অন্য বছর ইফতার সামগ্রীর জমজমাট ব্যবসা হলেও এবার করোনার কারণে সব বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত ও ক্রেতারা হচ্ছেন দুর্ভোগের শিকার।
জানতে চাইলে পথচারী রোজাদার শিহাব উদ্দিন বলেন, প্রতি বছর স্থানীয় হাট-বাজার গুলোতে ইফতার সামগ্রীর অসংখ্য দোকানপাট থাকলেও এবার নেই। যে কারণে পথচারী রোজাদারগণ অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হচ্ছেন।