তালের পিঠা

17

আশরাফ আলী চারু

তালে রসের পিঠার বাহার
বাঙালীদের মনে
তাইতো তারা ভাদ্র মাসে
ঘুরে তালের বনে।

তালের পিঠা গরম গরম
খেতে কিযে মজা !
ঠাণ্ডা খেলেও তা মনে হয়
বদ্যিনাথের গজা।

চিরল ফালি তেলের তাওয়ায়
একটু ভেঁজে নিলে
খাবার সময় মন টেনে নেয়
ছো মেরে নেয় চিলে।

এমন মজার পিঠা বুঝি
এমনি এমনি হয় !
তালের রসের তেলেসমাতি
মন করে নেয় জয়।