খাদ্যের সন্ধানে ভারতীয় বন্য হাতি তাহিরপুর সীমান্তে, আতংকে স্থানীয় লোকজন

24
তাহিরপুরে ভারত থেকে নেমে আসা বন্য হাতির দল। ছবিটি সীমান্ত গ্রাম চানপুর এলাকা থেকে তোলা

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
খাদ্যের সন্ধানে লোকালয়ে নামছে বন্য হাতির দল। সন্ধ্যে হলেই আতংক বাড়ছে সীমান্ত গ্রামের লোকজনের। মশাল জ¦ালিয়ে বন্য হাতির আক্রমণ থেকে বাঁচতে রাত জেগে পাহারা দিচ্ছেন সীমান্তের বসে কয়েকটি গ্রামের লোকজন। বন্য হাতির কোন ক্ষতি না করতে এবং হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে মাইকিং।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে ভারতের মেঘালয় সীমান্তে তাহিরপুর উপজেলার চাঁনপুর ও সংলগ্ন বড়গুফ এলাক দিয়ে একটি বন্য হাতির দল বাংলাদেশ সীমান্তে ঢুকে পরে। ঢুকার কিছু সময় পর কয়েকটি হাতি ভারত অংশে ফেরত গেলেও দুটি হাতি ও হাতির বাচ্চা দুটো দুপুর বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে।
বাংলাদেশে অবস্থান করায় গত বুধবার দিন থেকেই সীমান্তে স্থানীয় লোকজনের মধ্যে আতংক বিরাজ করে। সন্ধ্যে নামার সাথে সাথে লোকজন দরজা জানালা বন্ধ করে আতংক গ্রস্ত হয়ে পড়েন। অপরদিকে বণ্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে রাতের বেলা অনেকে আগুন জ¦ালিয়ে পাহারা বসান। এর আগেও একাধিকবার ভারতের মেঘালয় থেকে বন্য হাতির দল লোকলয়ে নেমে আসে। তখন বন্য হাতির দলগুলো বেশীক্ষণ অবস্থান করেনি কিছু সময় পর মেঘালয়ে ফিরে যায়। এবারই প্রথম হাতির দল মেঘালয়ে পাহাড়ে ফিরে যেতে চাইছে না। আর এ দেখেই সীমান্তে গ্রামগুলোতে চরম আতংক ও উত্তেজনা বিরাজ করছে স্থানীয় লোকজনের মধ্যে। উপজেলা ৩টি ইউনিয়নের ১০ কিলোমিটারের বেশী সীমান্ত গ্রাম রয়েছে। বর্তমানে প্রতিটি গ্রামের লোকজনের মধ্যে বন্য হাতির আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের আতঙ্কগ্রস্ত না হতে সেই সাথে বন্য হাতির কোন ধরনের ক্ষতি না করতে উপজেলা প্রশাসন ও বিজিবির পক্ষ থেকে করা হয়েছে মাইকিং।
বড়দল উত্তর ইউনিয়ন সীমান্ত গ্রাম চাঁনপুর গ্রামের ইউপি সদস্য সম্রাট আহমেদ বলেন, সীমান্তের বড়গুপ এলাকায় দু দিন ধরে হাতিগুলো অবস্থান করছে। বন্য হাতি হুট হাট সমতলে চলে আসায় স্থানীয় লোকজন আতংকে রয়েছেন।
তাহিরপুরে কর্মরত বন বিভাগের শ্রীপুর ধলইরগাঁও বিট অফিসার খান মোহাম্মদ আনোয়ার বলেন, গত দু দিন ধরে ভারত থেকে নেমে আসা ৪টি হাতি বাংলাদেশে অবস্থান করছে। দুপুরের পর হাতিগুলোকে বড়গুফ সীমান্তে ভারত অংশে প্রবেশ করে। রাতের বেলা কোন দিকে যায় তা তো বলা যাচ্ছে না বলেও তিনি জানান।
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বলেন, গত দু দিন ধরে ভারত থেকে একটি বন্য হাতির দল খাদ্যের সন্ধানে বাংলাদেশ সীমান্তে নেমে আসে। বর্তমানে হাতি আতংকে রয়েছে সীমান্তের লোকজন। আমরা স্থানীয় লোকজনদের বলেছি বন্য হাতির যেন কোন ক্ষতি না করা হয় সে দিকে খেয়াল রাখতে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির বলেন, মেঘালয় পাহাড় থেকে বন্য হাতির দলটি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার পর সংবাদ পেয়ে বুধবার আমি সীমান্তে যাই। স্থানীয় লোকজনদের সাথে কথা বলি এবং আমাদের পক্ষ থেকে মাইকিং করে প্রচারের মাধ্যমে জানিয়ে দেই কেউ যেন বন্য হাতির কোন ক্ষতি না করে।
তিনি আরও জানান চাঁনপুর বিজিবির সদ্যরা জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরের পর বন্য হাতির দলটি বড়গুফ এলাকা দিয়ে ভারত অংশে প্রবেশ করেছে।